![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Ffb9c6f16-a3ee-4185-990f-e7e5ff1a3113%252Fshastho_jiggasa.jpg%3Frect%3D0%252C60%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
আমার হাত ও পা অন্যদের তুলনায় বেশি ঘামে কেন?
প্রথম আলো
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ০৯:৩০
কোভিড থেকে সেরে ওঠার বেশ কিছুদিন পরও পিসিআর পরীক্ষায় পজিটিভ হতে পারে। কিন্তু বলা হচ্ছে এটি আসলে মৃত ভাইরাসের ভগ্নাংশ। ১৪ দিন পর ভাইরাস আর বংশবৃদ্ধি করে না বা সংক্রমণ ছড়ায় না। তাই পজিটিভ এলেও ভয়ের কিছু নেই। আপনি চিকিৎসকের পরামর্শমতো চলুন ও নিয়মিত ফলোআপ করুন। আর পরীক্ষা করারও প্রয়োজন নেই। তবে আপনার অফিসের নিয়ম যদি থাকে নেগেটিভ না হওয়া পর্যন্ত যোগ দিতে পারবেন না, তাহলে অপেক্ষা করতে পারেন।