সারাদেশে ‘কেমিকেল টেস্টিং ইউনিট’ স্থাপন বিষয়ে আদেশ ৯ মার্চ
বিদেশ থেকে আমদানি করা ফলে রাসায়নিকের মাত্রা পরীক্ষার জন্য দেশের ১৪টি স্থলবন্দর তথা শুল্ক স্টেশনে ‘কেমিকেল টেস্টিং ইউনিট’ স্থাপন বিষয়ে আগামী ৯ মার্চ পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। স্থলবন্দরগুলোতে ‘কেমিকেল টেস্টিং ইউনিট’ স্থাপনের অগ্রগতি সম্পর্কিত এনবিআরের এক প্রতিবেদন পাবার পর তা দেখে এ আদেশ দেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। এইচআরপিবি’র পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.