নেতাজি-জয়ন্তীতে কলকাতায় মোদী, বঙ্গ BJP-র সঙ্গে বৈঠকের সম্ভাবনা
নেতাজির জন্মজয়ন্তী ঘিরে সরগরম ভোটের বাংলা। ২৩ জানুয়ারি কলকাতায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) ১২৫ তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানের সূচনা করবেন মোদী। ভিক্টোরিয়া হলে নেতাজি-জয়ন্তী উদযাপন করা হবে। অন্যদিকে, ওই দিন কলকাতায় পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার থেকে ২৩ জানুয়ারি 'পরাক্রম দিবস' হিসেবে পালন করা হবে বলে মঙ্গলবার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে, নেতাজির জন্মদিনকে 'দেশপ্রেম দিবস' হিসেবে পালন করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ' পরাক্রম দিবস' হিসেবে ঘোষণার সিদ্ধান্তে খুশি নয় তাঁর সরকার, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.