![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2021%2F01%2F19%2F6514f45aa68dc2f3c2ec7d11e2214d90-6006cf27b6c71.jpg%3Fjadewits_media_id%3D709176)
সিংগাইরে ম্যাচ ফ্যাক্টরিতে আগুন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় একটি ম্যাচ লাইটের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস শহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নেভাতে বেলা ৩টা ৪০ মিনিটে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম রওনা দিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে জানা যাবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আগুন
- ম্যাচ কারখানা