You have reached your daily news limit

Please log in to continue


৯৯৯ নম্বরে ফোন, উদ্ধার হলো কুকুরটি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গতকাল সোমবার দুপুরের দিকে নির্মাণাধীন বাড়ির কূপে পড়ে যায় একটি কুকুর। স্থানীয় লোকজন কুকুরটি উদ্ধার করতে না পেরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলকুচি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল। বেশ কিছুক্ষণ চেষ্টার পরে কূপ থেকে উদ্ধার করা হয় কুকুরটিকে। আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন বেলকুচি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ারম্যান সুমন মিয়া। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতজন সদস্য উপজেলার মুকুন্দগাঁতীর রফিকুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে যান। বিশেষ কৌশলে কূপ থেকে কুকুরটি উদ্ধার করা হয়। বাড়িটির মালিক বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক। গত ছয় মাসে বেলকুচি স্টেশনে এমন উদ্ধার অভিযান প্রথম হলেও সুমন মিয়া এর আগে বগুড়া ও ঢাকায় কর্মরত থাকার সময়ে একাধিক প্রাণীকে উদ্ধার করেছেন বলে জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন