ইসরাইলের সাথে ভিসা-ফ্রি ভ্রমণ চুক্তি স্থগিত করলো আমিরাত
কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকায় ইসরাইলের সাথে ভিসা-ফ্রি ভ্রমণ চুক্তি স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত । আগামী ১ জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাতের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে ভ্রমণের জন্য ইসরাইলি নাগরিকদের ভিসার প্রয়োজন হবে।
এ দিকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের ইসরাইলে ভ্রমণের জন্য প্রয়োজনীয় শর্ত পরিবর্তন করে ভিসার শর্ত যোগ করেছে। করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় ইসরাইলের তৃতীয় দফা লকডাউন চলছে।