
এখন পর্যন্ত ভারতে ৩.৮১ লক্ষ স্বাস্থ্যকর্মীকে ভ্যাক্সিন দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৮০ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। সাতজনের শারীরিক অবস্থা এতই খারাপ যে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনের মৃত্যুও হয়েছে। তবে মৃত্যুর সাথে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে ভারতের সরকার।