বল হাতে লেগেছে দেখেও স্মিথ কেন রিভিউ নিয়েছিলেন?
তাৎক্ষণিকভাবে মনে হয়েছিল, স্টিভ স্মিথের ওপর বোধ হয় ক্রিস গেইল ভর করেছেন। মাঝে কিছুদিন ওয়েস্ট ইন্ডিজ দলের সর্বেসর্বা ছিলেন গেইল। এই ওপেনার রান নিলে দল জেতে বা লড়াই করে, আর ব্যর্থ হলেই প্রতিপক্ষের সামনে উড়ে যায় উইন্ডিজরা।
এমন যখন দশা, তখন প্রতিপক্ষ গেইলকে আউট করলেই দেখা মিলত সে দৃশ্যের—রিভিউ নিচ্ছেন এই ওপেনার। অনেকের চোখেই যেটা নিশ্চিতভাবেই আউট, সেটাতেও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট হতেন না গেইল। আরেকবার পরখ করে দেখতেন। ভাবটা এমন, আহা দেখিই না, যদি ভাগ্য পক্ষে থাকে!