অরুণাচলে গ্রাম বানাচ্ছে চীনা সেনারা
লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলওসি) উত্তেজনার মধ্যেই অরুণাচল সীমান্তে চীনা আগ্রাসনের অভিযোগ এনেছে ভারত। উত্তর সুবনসিরি জেলায় নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে ভারতীয় এলাকায় ঢুকে সেখানে একটি গ্রাম তৈরি করে ফেলেছে চীনা সেনারা। ভারতীয় গণমাধ্যমের খবরে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাসরি চু নদীর তীরে বানানো ওই গ্রামে প্রায় ১০১টি ঘর তৈরি করেছে চীনা সেনারা। উপগ্রহ চিত্রের মাধ্যমে ওই গ্রামের ছবি প্রকাশ করা হয়েছে। এই ছবি ২০২০ সালের ১ নভেম্বর তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে। এর সঙ্গেই ২০১৯ সালের ২৬ আগস্ট ঠিক একই এলাকার একটি উপগ্রহ চিত্রও প্রকাশ করা হয়েছে।