![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/11D19/production/_116558927_p094b0y4.jpg)
নতুন যে ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করলো উত্তর কোরিয়া - BBC News বাংলা
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এক বিরাট সামরিক মহড়া ও সমরাস্ত্র প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন।যুক্তরাষ্ট্রকে শত্রু হিসেবে ঘোষণা করেছেন মি. কিম। আর প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের মাত্র কয়েকদিন আগেই উত্তর কোরিয়া এই সামরিক মহড়ায় নতুন এক ক্ষেপণাস্ত্র জনসমক্ষে প্রকাশ করলো যা আগে দেখায়নি তারা।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই মহড়াটি সম্প্রচার করা হয় এবং নতুন ধরণের এই সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে বর্ণনা করা হয় “বিশ্বের সবচাইতে শক্তিশালী অস্ত্র” হিসেবে।