![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/01/18/og/124355_bangladesh_pratidin_Dutch_Prime_Minister_Mark_Rutte.jpg)
পদত্যাগের ঘোষণা দিয়ে সাইকেলযোগে দপ্তর ছাড়েন ডাচ প্রধানমন্ত্রী
ডাচ প্রধানমন্ত্রী মার্ক রূট্টে গত শুক্রবার তিনিসহ তার মন্ত্রীসভার সকল সদস্য এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সেদিনও অন্যান্য দিনের মতো সাইকেলযোগে দপ্তর ছেড়ে চলে যান তিনি।
২০১০ সালে মার্ক রূট্টে যেদিন প্রথম ক্ষমতায় অধিষ্ঠিত হন, সেদিন থেকে প্রহরী বেষ্টিত গাড়িবহরের আড়ম্বর এড়িয়ে এভাবেই তিনি রোজ অফিসে যাতায়াত করতেন।