গোপালগঞ্জে ভাটার টানে ট্রলার ডুবে ঘুমন্ত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো এক শ্রমিক। আজ রোববার দুপুরে আড়াইটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার তালা গ্রামের মধুমতি নদীর বালুরঘাটের ট্রলারের নিচ থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার হওয়া শ্রমিক ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল গনির ছেলে রিপন চৌকিদার (২২)। ওই ট্রলারের আরেক শ্রমিক একই গ্রামের শাহজাহান পাটোয়ারীর ছেলে বিল্লাল পাটোয়ারী (২৮) নিখোঁজ রয়েছেন।