![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_253377_1.jpg)
গোপালগঞ্জে ১৬ দোকানে আগুন, কোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে পুড়ে গেছে ১৬টি দোকান। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। গতকাল শনিবার গভীর রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, শনিবার গভীর রাতে ভাঙ্গারহাট বাজারের একটি ইলেক্ট্রনিক দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যামে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে বাজারের ওষুধের দোকান, ফার্নিচার, সার ও মুদি দোকানসহ মোট ১৬টি দোকান পুড়ে যায়।