![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F453788b4-b597-453a-9b86-a6d7b506e2a5%252FPHOTO_2021_01_16_15_30_46.jpg%3Frect%3D0%252C0%252C934%252C490%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ভেঙে নতুন সংগঠনের আত্মপ্রকাশ
বামপন্থী ছাত্রসংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ভেঙে ‘গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, ছাত্র ফ্রন্টের অভ্যন্তরে ‘যান্ত্রিক আনুগত্যের’ সংস্কৃতি রয়েছে। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল নামের নতুন এই সংগঠনের দার্শনিক ভিত্তি ‘সমাজতন্ত্র-সাম্যবাদ’।
- ট্যাগ:
- রাজনীতি
- ভাঙন
- ছাত্রফ্রন্ট