কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শঙ্কা কাটিয়ে উৎসবমুখর ভোটে আড়ানীবাসী, রাতে আটক ৩০

প্রথম আলো বাঘা প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১, ১২:২১

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনের পরিবেশ পাল্টে গেছে। উৎসবমুখর পরিবেশে ভোট শুরু হয়েছে। সূর্য ওঠেনি। তীব্র শীত। এর মধ্যেই আজ শনিবার সকাল থেকে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। এদিকে নির্বাচন–পূর্ববর্তী সহিংসতার ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে।

নির্বাচনকে কেন্দ্র করে গত বুধবার দিবাগত রাতে আড়ানী বাজারে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কার্যালয়ে ভাঙচুর করা হয়। বাজারের শতাধিক দোকানপাট ভাঙচুর ও লুটপাট হয়। পরের দিন রাতে নৌকা সমর্থক দুজনকে কুপিয়ে জখম করা হয়। এসব কারণে এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছিল। এক দিন আগে থেকেই বন্ধ হয়ে যায় নির্বাচনী প্রচারণা। তবে গতকাল রাতে পুলিশ নির্বাচনী এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও