মায়াময় ছায়াময় তরুপল্লব

প্রথম আলো প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১, ১০:০০

প্রকৃতির কাছাকাছি না গেলে ভালোভাবে চেনা যায় না ফুল, পাখি বা প্রকৃতি। নতুন প্রজন্মকে নিবিড়ভাবে সেই প্রকৃতির সান্নিধ্যেই নিতে চেয়েছিলেন কয়েকজন প্রকৃতিপ্রমী লেখক ও গবেষক। যাঁদের হাত ধরেই পরবর্তীকালে যাত্রা করে ‘তরুপল্লব’। প্রকৃতি পাঠে মনোযোগীদের সংগঠনটি তাই বলে, সবুজে–শ্যামলে বাঁচুক প্রাণ।

সবুজে–শ্যামলে বাঁচার প্রত্যয়েই দিনে দিনে বৃক্ষপ্রেমী মানুষেরা যুক্ত হয়েছেন তরুপল্লবের সঙ্গে। বরেণ্য নিসর্গপ্রেমী প্রয়াত অধ্যাপক দ্বিজেন শর্মা যে সংগঠনের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ২০০৮ সালের ৫ ডিসেম্বর থেকে তিনি যেটি এগিয়ে নিয়েছেন অনেকটা পথ, ‘গাছ দেখা, গাছ চেনা’ অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হওয়া সেই সংগঠন জড়িয়েছে নানা কার্যক্রমে। সে যাত্রায় গত ডিসেম্বরে এক যুগ পূর্ণ করল তরুপল্লব। যুগপূর্তি উপলক্ষে সংগঠনটি প্রকাশ করেছে ‘বিশ্ব ভরা প্রাণ’ নামে একটি বিশেষ সংকলন। প্রতিষ্ঠার গল্পটুকু সেই সংকলন থেকেই জানা। ২৪০ পৃষ্ঠার সেই প্রকাশনায় কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষকসহ নানা পেশার প্রকৃতিপ্রেমীদের কলমে জানা গেল তরুপল্লব নিয়ে স্মৃতিচারণা, বিচিত্র অভিজ্ঞতার কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও