কেন্দ্রে এজেন্ট হাজির করা নিয়েই সন্দিহান বিএনপি

প্রথম আলো প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১, ০৯:৩০

৬০টি পৌরসভায় আজ শনিবার যে ভোট, অধিকাংশ জায়গায়ই নির্বাচনী প্রচারে বিএনপির মেয়র প্রার্থীরা বাধা, হামলা এবং কোথাও কোথাও খোদ প্রার্থীও মারধরের শিকার হন। শেষ মুহূর্তে কর্মী-সমর্থকদের মাঠছাড়া করতে হুমকি-ধমকির অভিযোগ করেছেন প্রার্থীরা। এ পরিস্থিতিতে আজ ভোটকেন্দ্রে এজেন্ট উপস্থিত করা নিয়েই সন্দিহান বিএনপির অধিকাংশ প্রার্থী।

গতকাল শুক্রবার দুপুরে নাটোরের গোপালপুরের বাহাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আওয়ামী লীগের প্রার্থীর ক​র্মীরা বিএনপির মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুনের ছেলে রাসেল হোসেনসহ দুজনকে মারধর করেন। এ সময় তাঁদের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পাশের নলডাঙ্গা পৌরসভায়ও একই পরিস্থিতির কথা জানান বিএনপির প্রার্থী আব্বাছ আলী। তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী সরকারি দলের প্রার্থীর লোকজন তাঁকে প্রচারে বাধা দিয়েছেন, তাঁর নির্বাচনী পোস্টার ছিঁড়েছেন, এখন কর্মীদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও