নিয়োগ বাতিল, লিয়াজোঁ অফিস বন্ধ ও ফল বাতিলের দাবিতে সমাবেশ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগ বাতিল, ঢাকায় লিয়াজোঁ অফিস বন্ধ করা ও অনিয়ম করে প্রকাশিত স্নাতকোত্তরের ফল বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মতিউর রহমান। সদস্যসচিব খায়রুল কবীরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি গাজী মাজহারুল আনোয়ার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল প্রমুখ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিয়োগ বাতিল