![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2013%252F11%252F21%252F528e02a45af6e-Kabir-Hossain--112-.jpg%3Frect%3D0%252C77%252C600%252C315%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
শৈশবের স্বপ্নটা পূরণ হলো ফেরদৌসের
প্রথম আলো
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২১, ১৮:৫৪
চিত্রনায়ক ফেরদৌস আহমেদের শৈশবের স্বপ্নটা পূরণ হয়েছে। দুই দশক পর তাঁর স্বপ্ন পূরণ করেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ ১৪ জানুয়ারি ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনে এই কথা জানান এই নায়ক। উৎসবে ‘এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা’ বিভাগের জুরির দায়িত্ব পালন করবেন তিনি।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা
- শৈশব
- স্বপ্নপূরণ
- ফেরদৌস আহমেদ