ইন্দোনেশিয়ায় ৪৫ হাজার বছরের পুরনো গুহাচিত্রের সন্ধান
ইন্দোনেশিয়ায় ৪৫ হাজার ৫০০ বছরের পুরনো একটি গুহাচিত্রের সন্ধান পাওয়া গেছে। বুধবার (১৩ জানুয়ারি) সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এটিই এখন পর্যন্ত জানা এ যাবতকালের প্রাচীনতম গুহাচিত্র।২০১৭ সালে সুলাওয়েসি দ্বীপের লেয়াং তেডোঙ্গে গুহায় চিত্রটি পাওয়া যায়। দ্বীপের একটি প্রত্যন্ত উপত্যকায় গুহাটি অবস্থিত।