ইন্দোনেশিয়ায় প্রাচীনতম প্রাণির গুহাচিত্রের সন্ধান
মানুষ প্রথম কবে ছবি এঁকেছিল- এমন প্রশ্নের উত্তর হয়তো কখনোই মিলবে না। তবে এখন পর্যন্ত যতো গুহাচিত্রের সন্ধান পাওয়া গেছে সেগুলোর মধ্যে নিশ্চিতভাবে নির্ধারিত সর্বপ্রাচীনটির বয়স কমপক্ষে ২৮ হাজার বছর। এবার ইন্দোনেশিয়ার একটি গুহায় হাতে আঁকা একটি প্রাণির গুহাচিত্র পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। ধারণা করা হচ্ছে, চিত্রটি প্রায় ৪৫ হাজার ৫০০ বছর আগে আঁকা হয়েছিল।
ছবিটি ঘন রক্তিম গৈরিক বর্ণের রঞ্জক দিয়ে আঁকা। একটি জীবন্ত শূকরের চিত্রটি দিয়ে কোনো দৃশ্য বর্ণনার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- প্রাচীন গুহাচিত্র