![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_3%2Fpublic%2Fimages%2F2021%2F01%2F14%2Fbarca_1.jpg%3Fitok%3DFJrTNDHJ%26timestamp%3D1610591672)
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা
আক্রমণ-পাল্টা আক্রমণে রিয়াল সোসিয়েদাদ বনাম বার্সেলোনার ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বার্সার জয়ের পথ সহজ করে দিলেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। তাঁর দুর্দান্ত গোল সেভে টাইব্রেকারে রিয়াল সোসিয়েদাদকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল বার্সেলোনা।
গতকাল বুধবার সুপার কাপের সেমিফাইনালে টাইব্রেকারে রিয়াল সোসিয়েদাদকে ৩-২ গোলে হারায় বার্সা। আর মূল ম্যাচটি হয় ১-১ গোলে ড্র। সেসময় বার্সার হয়ে গোল করেন ফ্রেংকি ডি ইয়ং। আর প্রতিপক্ষের হয়ে জালের দেখা পান মিকেল ওইয়ারসাবাল।
টাইব্রেকারে রিয়ালের জন বাউতিস্তা ও ওইয়ারসাবালের শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক স্টেগেন। পোস্টে মারেন উইলিয়ান জোসে। সফল কিক নিতে পারেন মিকেল মেরিনো ও আদনান ইয়ানুজাই।