ভারতের শোবিজ আর ক্রিকেট যেন একসঙ্গে একাকার হয়ে যায় বিরাট কোহলি আর আনুশকার শর্মার নাম উচ্চারণ করলে। সম্প্রতি তুমুল জনপ্রিয় এই জুটি দুই থেকে তিন হয়েছেন। তাদের ঘরে এসেছে সন্তান। এই নিয়ে হইচই চলছে মিডিয়ায়। যখন তাদের সংসারের নতুন অতিথি নিয়ে আলোচনা চলছে তখন সম্পুর্ণ ভিন্ন আর বিব্রতকর কারণে আবারো শিরোনাম হলেন এই দম্পতি।
এবারের শিরোনাম হবার কারণ, ভারতের একটি প্রিন্ট মিডিয়ার ভুলে জঙ্গির জায়গায় ব্যবহার হয়েছে এই জুটির ছবি। জানা যায়, জম্মু-কাশ্মিরে দুই জইশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এই হেডলাইনের একটি খবরে বিরাট ও অনুশকার ছবি ব্যবহার করা হয়। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে। এরপর এটি নিয়ে ট্রল শুরু করেছেন ইন্টারনেট জগতের মানুষেরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.