![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-80255130,imgsize-210943/pic.jpg)
বেলাইন অর্থনীতি, তলানিতে আয়! কেন্দ্রের আর্থিক ঘাটতি দাঁড়াতে পারে ৭.৫%
২০২১ আর্থিক বছরে ভারতের আর্থিক ঘাটতি বেড়ে GDP-র ৭.৫ শতাংশ দাঁড়াতে পারে। এমনই মত বিশিষ্ট অর্থনীতিবিদদের একাংশের। এই বছর আর্থিক ঘাটতি ৩.৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল।