বংশী নদীর মাটি কেটে নেওয়ায় ঝুঁকিতে সেতুটি
ঢাকার ধামরাইয়ের রাজাপুর কহেলা এলাকায় বংশী নদীর ওপর সদ্য নির্মিত সেতুর নিচ থেকে সপ্তাহখানেক ধরে মাটি কেটে নেওয়া হচ্ছে। সেতুর সংযোগ সড়কের জন্য সেতুর নির্মাণকাজের সঙ্গে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান নুনা ট্রেডার্স ফাস্ট বিল্ড জেডি অবৈধভাবে এই মাটি কাটছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ধামরাই উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে বংশী নদীর ওপর ৭৫ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০১৫ সালে। এতে ব্যয় ধরা হয়েছিল ৩ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার ৪২২ টাকা। ফাহিম কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এর কাজ পেয়েছিল। ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও আংশিক কাজ করে প্রতিষ্ঠানটি কাজ বন্ধ করে দেয়। এরপর আরও এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হলেও ওই প্রতিষ্ঠানও কাজ সমাপ্ত না করেই কাজ বন্ধ করে দেয়। সর্বশেষ ২০১৯ সালে ২ কোটি ৭৭ লাখ ৪১ হাজার ২৫১ টাকায় সেতু নির্মাণের কাজ পায় নুনা ট্রেডার্স ফাস্ট বিল্ড জেডি নামের একটি প্রতিষ্ঠান। এই টাকায় সেতু নির্মাণের পাশাপাশি দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করে দেওয়ার কথা।