![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/01/13/og/094331_bangladesh_pratidin_koi-mach-(1).jpg)
জীবন্ত কই গলায় আটকে প্রাণ গেল যুবকের!
জীবন্ত কই মাছ ধরতে গিয়ে গলায় আটকে মৃত্যু হয়েছে এক যুবকের (৩০)। ভারতের উত্তর ২৪ পরগনার হাসনাবাদের হরিকাটি গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃতের স্বজন এবং পুলিশের বরাতে বলা হয়েছে, হাসনাবাদের হরিকাটি গ্রামে বাড়ি গফফার গাজির। তার পেশা মাছ ধরে বিক্রি করা। প্রতিদিনের মত মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলেও স্থানীয় একটি খালে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। বিকেলে একটি কই মাছ ধরতে গিয়েই বিপত্তি ঘটে।
- ট্যাগ:
- জটিল
- যুবকের মৃত্যু
- মাছ ধরতে