![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F01%2F12%2F12-01-2021-16-27-19-patuakhali-pic-1-11.01.jpg%3Fitok%3DYl4yJTCj)
বাউফলে বন কর্মকর্তার বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ
পটুয়াখালী বাউফলের বন কর্মকর্তা আবুল কালামের বিরুদ্ধে সরকারি গাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বন প্রকল্পের উপকারভোগী আবদুল জলিল মাস্টার বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের সূত্রে জানা যায়,
গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল কালামসহ সাত থেকে আটজন লোক সড়কের পাশের সামাজিক বনায়ন প্রকল্পের বেশ কিছু মূল্যবান গাছ কেটে ফেলে।