লাদাখে আটক সেনাকে চীনের হাতে তুলে দিল ভারত

জাগো নিউজ ২৪ লাদাখ প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১, ০৯:১২

লাদাখে সীমানা পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়া চীনা সেনাকে ফিরিয়ে দিয়েছে ভারত। সোমবার (১১ জানুয়ারি) এ ঘটনায় চুশূল-মোল্ডোতে বৈঠকে বসে দুই দেশ। সেখানেই ওই সেনাকে পিপলস্ লিবারেশন আর্মির (পিএলএ) হাতে তুলে দেয়া হয়। খবর আনন্দবাজার পত্রিকা।

এর আগে গত ৮ জানুয়ারি প্যাংগং শো হ্রদের দক্ষিণে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন এক চীনা সেনা। তার পরই তিনি ভারতীয় সেনাদের হাতে ধরা পড়েন। এরপর এক বিবৃতি দিয়ে চীনা সেনা আটকের কথা জানিয়েছিল ভারত। সেই সঙ্গে জানানো হয়েছিল, পরিস্থিতি পর্যালোচনা করে এবং সব রকম প্রোটোকল মেনে ওই সেনাকে চীনের হাতে তুলে দেয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও