সখীপুরে ৪০ দিনের কর্মসূচি ৩০ দিনেই শেষ
টাঙ্গাইলের সখীপুরে কর্মসৃজন প্রকল্পের ৪০ দিনের কর্মসূচি মাত্র ৩০ দিন পর স্থগিত করা হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এ কর্মসূচি স্থগিত করা হয়। ফলে ওই কর্মসূচির ১০ দিনের প্রায় ৪০ লাখ টাকা ফেরত যাচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদুল আলম আজ সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা পিআইও কার্যালয় সূত্র জানায়, উপজেলার কর্মসৃজন প্রকল্পের (৪০ দিনের কর্মসূচি) আওতায় ২০২০-২১ অর্থবছরে ৮টি ইউনিয়নে ৩৬টি প্রকল্পে ১ কোটি ৩৬ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ হয়। গত ২১ নভেম্বর থেকে একযোগে উপজেলার ৮টি ইউনিয়নের গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও সংস্কারকাজ শুরু হয়। ১ হাজার ৭০৮ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে কাজ শুরু করেন। সপ্তাহে শনি থেকে বুধবার পর্যন্ত পাঁচ দিন কাজ করার নিয়ম ছিল। গত ৩১ ডিসেম্বর এ প্রকল্পের মেয়াদ শেষ হয়। এ অবস্থায় ৪০ দিনের কর্মসূচি মাত্র ৩০ দিন হওয়ার পরই শেষ করা হয়। কর্মসূচি চলাকালীন অবস্থায় হঠাৎ কাজ বন্ধ হওয়ায় শ্রমিকদের মধ্যে হতাশা নেমে আসে। এ ছাড়া অনেক গ্রামীণ কাঁচা সড়ক সংস্কারের আগেই কাজ বন্ধ হওয়ায় স্থানীয় ইউপি সদস্যরাও এলাকায় নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিভিন্ন কর্মসূচী
- সংস্কার কাজ