রাতে ত্বকের যত্নে
প্রথম আলো
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২১, ১৭:০৪
মেকআপ সারা দিনের জন্য। সারা রাতের জন্য নয়। ছোট্ট এই পার্থক্য যাঁরা বুঝতে পারেন, তাঁদের ত্বকের ক্ষতি কম হয়। মুখের খুঁত ঢেকে সৌন্দর্য ফুটিয়ে তুলতে দিনের বেলা মেকআপ আপনাকে সহায়তা করে। ঠিক একই জিনিস যদি রাতে ঘুমানোর সময় আপনার চেহারায় থাকে, তাতে ত্বকের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। ঘুমের সময় ত্বক নিজেকে মেরামত করে। চেহারায় যখন মেকআপ থাকে, ত্বকের শ্বাসপ্রশ্বাস নেওয়া কষ্টকর হয়ে যায়। ত্বকে ক্লান্তির লক্ষণগুলো খুব তাড়াতাড়ি ফুটে উঠতে শুরু করে।
মেকআপ ত্বকের ছিদ্র বন্ধ করে দেয়। ফলাফলে ফুসকুড়ি দেখা দেয়।
চোখের পাপড়িতে সামান্য মাসকারা থাকলেও ক্ষতিকর প্রভাব পড়ে। পরবর্তী সময়ে পাপড়ি উঠে যাওয়া কিংবা মাসকারা লাগানো শক্ত পাপড়ির খোঁচা লাগতে পারে কর্নিয়াতে।