ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক হলেন কিম
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ সোমবার এ তথ্য জানায়। সাধারণ সম্পাদক হওয়ার মাধ্যমে কিম জং তার মৃত বাবা কিম জং ইলের পদ গ্রহণ করলেন। এর ফলে কিমের ক্ষমতা আরও বেশি শক্তিশালী হল বলেই মনে করা হচ্ছে।
রোববার ওয়ার্কার পার্টির কংগ্রেসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কংগ্রেসে আগামী পাঁচ বছরের জন্য উত্তর কোরিয়ার কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণ করবেন কিম। কিম জং উনকে সর্বসম্মতিক্রমে দলের সাধারণ সম্পাদক হিসেবে পদোন্নতি দেয়া হয় বলে জানায় কেসিএনএ।