কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২৫ জানুয়ারির মধ্যে আসছে টিকা!

ঢাকা টাইমস প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২১, ০৮:৩১

মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক টিকার অপেক্ষায় বাংলাদেশ। ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার আবিষ্কৃত টিকা দেশে আনবে শীর্ষ ওষুধ প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকো। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের ২১ থেকে ২৫ তারিখের মধ্যেই টিকার প্রথম চালানটি বাংলাদেশে আসবে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন একটি দৈনিকের সঙ্গে আলাপকালে বলেন, ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে টিকার প্রথম চালানা আসবে। সেই চালানে ৫০ লাখ টিকা আসতে পারে। এরপর প্রতি মাসে ৫০ লাখ করে টিকা দেশে আসবে।

টিকা আসার বিষয়টি নিয়ে আজ সোমবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

গত নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ত্রিপক্ষীয় চুক্তি হয়। সেরামের কাছ থেকে টিকা এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেবে বেক্সিমকো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও