পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেলের ধাক্কায় মিনারা বেগম (৩৪) নামের এক গৃহবধূর ঘটনাস্থলেই মারা গেছেন। রবিবার সকালে কালাইয়া-বরিশাল মহাসড়কের বিলবিলাস বাজারের বড়ইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। গৃহবধূ মিনারা উপজেলার সদর ইউনিয়নের বড়ইতলা গ্রামের বজলুল হকের স্ত্রী।
নিহত গৃহবধূ মিনারা বেগমের দেবর ফজলুল হক ও স্থানীয়রা জানান, সকালে রাস্তা পাড়াপাড়ের সময় পশ্চিম দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল মিনারা বেগমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.