যে উপায়ে পা ফাটার সমস্যা থেকে বাঁচবেন?
কালের কণ্ঠ
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১, ১৩:০২
শীতের শুষ্কতা ত্বকে নানা সমস্যা ডেকে আনে। পায়ের পাতা ফেটে যাওয়ার কারণের অনেকেই জটিল সমস্যায় ভোগেন। এমনকি চামড়া ফেটে গিয়ে রক্ত বের হওয়ার ঘটনাও ঘটে। তাদের ক্ষেত্রে শীতে কিছু সাবধনতা অবলম্বন করতে হবে।
মোজা পরে থাকা: শীত অল্প পড়লেও মোজা পরার অভ্যেস করতে হবে। কারণ এতে করে ঠান্ডা, দূষণ, ধুলোবালি সব কিছুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। মোজা যে শুধু পায়ের সুরক্ষা দেবে তা নয় পোশাকের সাথে মিলিয়ে মোজা পরলে নিজস্ব স্টাইলও তৈরি হবে।
- ট্যাগ:
- লাইফ
- মোজা
- শীতকাল
- পা ফাটা দূরীকরণ
- পা ফাটা