বিনা টাকায় পণ্য মিলে যে স্টোরে

প্রথম আলো মিরপুর থানা প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১, ০৯:০১

এ যেন প্রাচীন আমলের বিনিময় প্রথা! এক শ টাকায় সুতি থ্রি পিছ কিনলেন পোশাককর্মী তাসনূর। বিছানার চাদর, মাথার ব্যান্ড, আংটি, কাচের গ্লাস, পুতুলসহ মোট ৩০০ টাকার কেনাকাটা করে হাসিমুখে বের হলেন তিনি। তবে এতে কোনো টাকা খরচ হয়নি তাঁর।

পাঁচ বছর বয়সী সন্তানের মা তাসনূরের স্বামী অটোরিকশা চালান। নিম্নবিত্ত পরিবারের গৃহবধূ তিনি। গত বৃহস্পতিবার কেনাকেটা করতে এসেছিলেন রাজধানীর মিরপুরে (সেনপাড়া, পর্বতা) অদল–বদল স্টোরে। এটি নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য পণ্যের বিনিময়ে পণ্য কেনার দোকান। পরিচালনায় আছে বেসরকারি সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও