পাহাড়ে পিঠা উৎসব
গ্রাম বাংলার আবহমান সংস্কৃতি সংরক্ষণ ও পৌষের শীত আরো ‘উপভোগ্য’ করতে পার্বত্য শহরের বুকেই আয়োজিত হলো পিঠা উৎসব। পাহাড়ি জেলা রাঙামাটির তরুণ নারী উদ্যোক্তাদের আয়োজনে শীতকালীন এই ঐতিহ্যবাহী উৎসব শুরু হয়েছে আজ শনিবার সকাল আটটা থেকে। চলবে রাত নয়টা পর্যন্ত।
‘বক্স অফ অর্নামেন্টস’ ও ‘অনুভব’ নামের দুটি প্রতিষ্ঠানের আয়োজনে এবং ‘দ্য সাবাঙ্গী’ নামের আরেকটি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় জেলা শহরের টিঅ্যান্ডটি এলাকায় অবস্থিত অনুভব-এ চলছে এই আয়োজন। এদিন সকাল থেকেই নানা রকমের, নানান রঙের পিঠা দেখতে-খেতে আসছেন নানান শ্রেণির মানুষ। এর মধ্যে শিশু-কিশোরদের মধ্যে যেন বাড়তি আনন্দের আবহ।