কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৮৫ কোটি টাকার সাপের বিষ উদ্ধার : পাঁচজন রিমান্ডে

জাগো নিউজ ২৪ মহানগর দায়রা জজ আদালত, ঢাকা প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২১, ১৭:১৭

রাজধানীর রামপুরা থেকে ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধারের ঘটনায় করা মামলায় আন্তর্জাতিক পাচার চক্রের পাঁচ সদস্যকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- শফিকুল ইসলাম, জহিরুল হক, মজিবুর রহমান, দুলাল ও মোকলেসুর রহমান।

শনিবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেক আসামির সাত দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন। এ সময় জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও