২০২০ সালে একহাজার ৫২১টি শিশু নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে মেয়ে শিশু ১০৮৮ আর ছেলে শিশুর সংখ্যা ৪৩৩। নির্যাতনের মধ্যে সবচেয়ে বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে। ৬২৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এরমধ্যে মেয়ে শিশুর সংখ্যা ৬১৬ এবং ছেলে শিশুর ১০টি। নির্যাতনের শিকার হয়ে মারা গেছে ১৪ শিশু।
শনিবার (৯ জানুয়ারি) মানুষের জন্য ফাউন্ডেশন ‘শিশু পরিস্থিতি রিপোর্ট ২০২০ পত্রপত্রিকার পাতা থেকে’ প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। পুরো প্রতিবেদনটি আটটি জাতীয় পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে করা হয়েছে।
সংসদ সদস্য অ্যারোমা দত্ত বলেন, এই নির্যাতন বন্ধ করতে হবে যৌথ অ্যাকশন প্ল্যান করা। সেই প্ল্যান কীভাবে বাস্তবায়ন করা হবে এবং সেই বাস্তবায়নের ক্ষেত্রে আর কি কি লাগবে তাও আমাদের ভাবতে হবে। শিশুদের আলাদা অধিদফতর আসলেই আমাদের দরকার। মহিলা ও শিশু হলে গুরুত্ব কম দেওয়া হয়। ককাসের মাধ্যমে কাজ করা দরকার। এতে পলিসিগত লেভেলে কীভাবে কাজ করা যায়। গণমাধ্যমের এইক্ষেত্রে একটি বড় ভূমিকা আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.