You have reached your daily news limit

Please log in to continue


‘টেকনিক্যাল প্রবলেমে’ ফারাহর বিয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন করণ!

দীর্ঘদিনের বন্ধুত্ব ফারাহ খান ও করণ জোহরের। আড়াই দশকের বেশি বন্ধুত্ব তাঁদের। এমনকি করণের প্রথম ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় বিশেষ দৃশ্যে দেখা গিয়েছিল ফারাহ খানকে। আপনি কি জানেন, করণ জোহরকে বিয়ে করতে চেয়েছিলেন ফারাহ খান? আজ শনিবার ফারাহ খানের ৫৬তম জন্মদিন। বিশেষ দিনে এই নির্মাতা-প্রযোজক-কোরিওগ্রাফার-অভিনেত্রীর পুরোনো দিনের স্মৃতি ঘেঁটে প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। একবার নির্মাতা-প্রযোজক-সঞ্চালক করণ জোহরকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ফারাহ খান। কিন্তু ‘টেকনিক্যাল প্রবলেম আছে’, এমন কারণ দেখিয়ে ফারাহকে ফিরিয়ে দিয়েছিলেন করণ। শিরীশ কুন্দারকে বিয়ে করে এখন ফারাহ তিন সন্তানের জননী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন