রডের দাম কমাতে ৫ দফা সুপারিশ
এমএস রডের দাম যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়েছে রড ব্যবহারকারীরা। তারা বলছে, রডের অস্বাভাবিক এ মূল্যবৃদ্ধি থামাতে না পারলে সরকারের নির্মাণকাজ স্থবির হয়ে পড়বে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নও ব্যাহত হতে পারে।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রড ব্যবহারকারীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির (বিএসিআই) নেতারা। রডের দাম কমাতে তাঁরা পাঁচ দফা সুপারিশও করেছেন।