![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F24e18798-c918-45c9-ada6-3025ebe987ec%252F2021_01_07T122750Z_1294960962_RC203L9FLETE_RTRMADP_3_SOCCER_ENGLAND_ARS_NEW_PREVIEW.JPG%3Frect%3D0%252C0%252C3629%252C1905%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সেই এরদোয়ানের দেশেই যাচ্ছেন ওজিল
জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছেন, কিন্তু নিজের শিকড় কখনো আড়াল করার চেষ্টা করেননি মেসুত ওজিল। তুরস্কের বংশোদ্ভূত জার্মান হিসেবেই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ভালো সম্পর্ক তাঁর পেশাদার ক্যারিয়ারে আঁচড়ও ফেলেছে।প্রায় এক বছর বসে থাকার পর মুক্তির পথ খুঁজতে সেই এরদোয়ানের দেশেই যাচ্ছেন ওজিল।