![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2019%252F10%252F09%252F1bd30b6ea5dffeb7f5a48d50a9ecb4f2-5d9d7b830d34e.jpg%3Frect%3D0%252C23%252C1200%252C630%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বিচ্ছেদের মুখোমুখি কিম ও কানিয়ে
২০১২ সাল থেকে তাঁদের প্রেম। ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন মার্কিন মডেল ও উদ্যোক্তা কিম কার্ডাশিয়ান এবং র্যাপার কানিয়ে ওয়েস্ট। এটি ৪০ বছর বয়সী কিমের তৃতীয় বিয়ে হলেও ৪৩ বছর বয়সী কানিয়ের প্রথম। সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, এই জুটি এখন বিচ্ছেদের মুখোমুখি। এই দম্পতির চার সন্তানও আছে। তাদের কথা ভেবেই এখনো বিচ্ছেদের আবেদন করেননি কিম। নতুবা অনেক আগেই আলাদা হয়ে যেতেন তাঁরা। এমনটাই জানিয়েছে ইয়াহু।