তথ্য শেয়ার না করলে হোয়াটসঅ্যাপ ছাড়তে হবে
ব্যক্তিগত গোপনীয়তার দিক থেকে হোয়াটসঅ্যাপকে বেশ সুরক্ষিত প্লাটফর্ম হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সেই জায়গা থেকে সরে এসেছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। তারা ২০০ কোটি ব্যবহারকারীকে রীতিমতো আল্টিমেটাম দিয়েছে- হয় ফেসবুকের সঙ্গে তথ্য শেয়ার করতে হবে নয়তো হোয়াটসঅ্যাপ ছাড়তে হবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম আর্স টেকনিকা এক প্রতিবেদনে জানায়, হঠাৎ করেই প্রাইভেসি পলিসি পরিবর্তনের ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। অ্যাপে একটি নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীদের এ বিষয়ে জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে নতুন নীতি গ্রহণ না করলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপ ছাড়তে হবে।