কুড়িগ্রামে ৪০ গরুর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন এলাকায় গরুর ক্ষুরা রোগের সংক্রমণ ঘটেছে। গত দু'সপ্তাহে খামারসহ কৃষকদের পালিত ৪০টি গরু ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এই পরিস্থিতিতে এই রোগের সংক্রমণ ঠেকাতে প্রাণিসম্পদ বিভাগ টিম গঠন করে খামারে এবং কৃষকদের বাড়িতে পালিত গরুগুলোকে এফএমডি ভ্যাকসিন দিচ্ছেন।
সেই সাথে ১০ লিটার পানিতে এক গ্রাম পটাশিয়াম পারমেঙ্গানেট মিশিয়ে আক্রান্ত গরুর মুখ ও পা দিনে ২ বার পরিষ্কার করার পর মধুর সাথে সোহাগা ভাজা মিশিয়ে মুখে ও জিহ্বায় এবং সালফা লিনামাইট পাউডার পায়ে লাগানোর পরামর্শ দিচ্ছেন।