You have reached your daily news limit

Please log in to continue


নরসিংদী বাজারে আগুন, আধঘণ্টায় নিয়ন্ত্রণে

নরসিংদী বাজারের গেঞ্জিপট্টিতে এক লেপের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে সোয়া ৫টার দিকে ওই গেঞ্জিপট্টির মোস্তাক মিয়ার দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, লেপের দোকানের তুলার গোডাউনে প্রথম আগুন লাগে। ওই আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তবে পার্শ্ববর্তী দোকানগুলো দেয়ালে আবদ্ধ থাকায় আগুন ওইসব দোকানে ছড়িয়ে পড়তে পারেনি। খবর পেয়ে বাজারের নিকস্থ নরসিংদী জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় আধঘণ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় নরসিংদী বাজারে বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন