শেরপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা
শেরপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) সকালে চতুর্থ স্বাস্থ্য ও জনসংখ্যা সেক্টর কর্মসূচির (এইচপিএনএনপি) আওতায় জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ।
এসময় তিনি কোভিড-১৯ প্রতিরোধে প্রচার-প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করার পাশাপাশি করোনাকালে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, সকলের সমন্বিত সহযোগিতার কারণেই জেলায় করোনাভাইরাস পরিস্থিতি তুলনামূলকভাবে অনেক নিয়ন্ত্রণে রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.