হঠাৎ করেই স্বার্থের সংঘাতে জড়িয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির নাম। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একটি কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন কোহলি। ঘটনাচক্রে সেই কোম্পানিই এখন ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল কিট স্পনসর এবং মার্চেন্ডাইজ।
ব্যাঙ্গালুরুর কোম্পানি গ্যালাক্টাস ফানওয়্যার টেকনোলজি প্রাইভেট লিমিটেডে কোহলিকে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৩৩ লক্ষ টাকার কম্পালসরি কনভার্টিবল ডিবেঞ্চার (সিসিডি) দেয়া হয়েছিল। এই গ্যালাক্টাসই অনলাইন গেমিং প্ল্যাটফর্ম মোবাইল প্রিমিয়ার লিগের (এমপিএল) মালিক। নভেম্বরে তাদের আনুষ্ঠানিকভাবে দলের কিট স্পনসর হিসেবে ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.