ট্যাংকার আটক, ইরানে প্রতিনিধিদল পাঠাবে দ. কোরিয়া
পারস্য উপসাগরের পানি দূষণের অভিযোগে ইরানে আটক দক্ষিণ কোরিয়ার একটি তেল ট্যাংকারের ব্যাপারে কথা বলতে সিউল তেহরানে একটি প্রতিনিধিদল পাঠাবে বলে ঘোষণা করেছে। রাসায়নিক পদার্থ নিঃসরণের মাধ্যমে পারস্য উপসাগরের পরিবেশ দূষণের দায়ে ইরানের নৌবাহিনী সোমবার ওই ট্যাংকার আটক করে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চোয়ি ইয়ং-সাম মঙ্গলবার সিউলে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, এই মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক মহাপরিচালকের নেতৃত্বে সেদেশের একটি প্রতিনিধিদল শিগগিরই তেহরান সফরে যাবে।