১০ বছরে সর্বোচ্চ ডিএসইর লেনদেন

কালের কণ্ঠ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২১, ১০:২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন শুরু হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত টানা আট কর্মদিবস পর মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। এদিন ডিএসইতে লেনদেনে ঊর্ধ্বগতির ধারা বজায় রয়েছে। গতকাল ডিএসইর লেনদেন আড়াই হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছে, যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে দুই হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে; যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে দুই হাজার ৭১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। গতকাল ডিএসইতে আগের দিনের তুলনায় ৩৫৩ কোটি ৮০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। সেদিন লেনদেন হয়েছিল দুই হাজার ১৯৩ কোটি এক লাখ টাকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও