![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F246f62fc-24e3-4ceb-8844-ae52cfdb80c3%252FSATKHIRA_DH0550_20210105_JANJOT.JPG%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সাতক্ষীরা শহর: যানজটে ধুঁকছে লাখ মানুষ
যত্রতত্র গাড়ি পার্কিং, সড়কের প্রস্থ কম হওয়াসহ চার কারণে সাতক্ষীরা শহরে তীব্র যানজট হচ্ছে। যানজটের কারণে ১০ মিনিটের পথ যেতে ১ ঘণ্টার বেশি সময় লাগছে। এ কারণে নগরবাসীর একদিকে মূল্যবান সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে তারা ভোগান্তি পোহাচ্ছে।
সাতক্ষীরা পৌরসভা সূত্রে জানা গেছে, ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা পৌরসভার আয়তন ৩১ দশমিক ১০ বর্গকিলোমিটার। লোকসংখ্যা প্রায় দুই লাখ। পৌরসভায় ২০১ কিলোমিটার পাকা সড়ক আছে। শহরের মধ্যে পড়েছে ৩০ কিলোমিটার সড়ক।